বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘হেরা কোনো লাশ উডাউতে পারে নাই’

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ১৬:৫৫

জ্যোস্নার ভাই বিল্লাল মিয়া বলেন, ‘চার দিন ধরে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন টালবাহানা করছে। যখন আমরা অগ্নিসংযোগ করে অবরোধ করেছি, নৌপথ বন্ধ করেছি, তখন তারা উদ্ধার তৎপরতা বৃদ্ধি করেছে। এর আগে কেন মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হলো না।’

‘নদীতে লাশ ভাইসা উঠছে। আজকা পাঁচ দিন হইল। হেরা কোনো লাশ উডাউতে পারে নাই। লাশগুলান ফুইল্লা নদীতে ভাইসা উঠছে।’

ধলেশ্বরীতে ট্রলারডুবির ঘটনায় কলেজ পড়ুয়া ছাত্র সাব্বিরের মরদেহ পেয়ে তার ছোট বোন খুশি আক্তার নদীর তীরে এমন বিলাপ করতে থাকেন।

আরও আগেই মরদেহগুলো পাওয়া যেত দাবি করে খুশি আক্তার বলেন, ‘হেরা ট্রলার লইয়া খালি ঘুরছে।’

ধলেশ্বরীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনার পাঁচ দিনের মাথায় নারী ও শিশুসহ পাঁচজনের মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ-পুলিশ ও কোস্টগার্ড। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন পাঁচজন।

নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে রোববার সকাল ৭টার দিকে নিখোঁজ জেসমিন ও তার মেয়ে তাসনিমের মরদেহ উদ্ধার করা হয়। এর কিছুক্ষণ পর বক্তবলী এলাকা থেকে সাব্বির ও পোশাকশ্রমিক জ্যোস্না বেগমের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

পঞ্চম দিনের মতো রোববার ভোর থেকেই ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে নদীতে তাদের তৎপরতা বৃদ্ধি করে।

জ্যোস্নার ভাই বিল্লাল মিয়া বলেন, ‘চার দিন ধরে পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের লোকজন টালবাহানা করছে। যখন আমরা অগ্নিসংযোগ করে অবরোধ করেছি, নৌপথ বন্ধ করেছি, তখন তারা উদ্ধার তৎপরতা বৃদ্ধি করেছে। এর অগে কেন মরদেহগুলো উদ্ধার করা সম্ভব হলো না।’

এখন ভাগিনা ও ভাগনি নিখোঁজ রয়েছে জানিয়ে বিল্লাল মিয়া বলেন, ‘আমরা সবার মরদেহ ফেরত চাই।’

নিহত জ্যোস্নার মেয়ে মৌসুমি বলেন, ‘বুধবার সকালে মায়ের সঙ্গে শেষবার মোবাইলে কথা হয়। তখন মা বলছিল, সে এক ঘণ্টার মধ্যে কারখানায় যাইব। বিকেলে জানতে পারি ট্রলারডুবির ঘটনায় আমার মাও আছে। আজকে মার লাশ পাইলাম।’

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস নিউজবাংলাকে বলেন, ‘ইতিমধ্যে মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছি। সরকারের পক্ষ থেকে ঘোষিত ২৫ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে নিহতদের স্বজনদের।’

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ-আল-আরিফিন বলেন, ‘নিখোঁজদের সন্ধানে নদীর প্রায় দশ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান করেছি। পাশাপাশি অন্য সংস্থাগুলোও ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও উদ্ধারের চেষ্টা করছে।’

ধলেশ্বরী নদীতে গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে ১০জন নিখোঁজ হন। অন্তত ৩০ যাত্রী বহনকারী ট্রলারটি এমভি ফারহান-৬ নামের লঞ্চের ধাক্কায় ডুবে যায় নদীতে।

এ বিভাগের আরো খবর