নিখোঁজের পাঁচ দিন পর গাজীপুরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে ঝোপের ভেতর থেকে রোববার সকাল সাড়ে ৭টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাবেক সেনার নাম আব্দুল বারি। ৪৫ বছরের আব্দুল বারির বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোপীনাথপুর গ্রামে।
তবে পরিবার নিয়ে তিনি গাজীপুর সদর থানার দক্ষিণ চতর এলাকায় ভাড়া থাকতেন। বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরিতে (বিএমটিএফ) কাজ করতেন তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) জাকির হাসান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রীর বরাত দিয়ে তিনি জানান, গত ৩ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৭টার দিকে খেজুরের রস আনতে চাপুলিয়ার উদ্দেশে বাসা থেকে বের হন আব্দুল বারি।
কিন্তু সারা দিন পার হলেও বাসায় না ফেরায় স্ত্রী জোসনে আরা পারভিন থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরের দিন একটি বিদেশি নম্বর থেকে পারভিনের ফুপাতো ভাই অলিউল্লাহর মোবাইল ফোনে কল করে আব্দুল বারিকে অপহরণ করা হয়েছে বলা হয়। একই সঙ্গে বিষয়টি পুলিশকে না জানাতে হুমকিও দেয় তারা।
স্বামীর খোঁজে সদর থানায় জিডি করেন স্ত্রী জোসনে আরা পারভিন। ছবি: নিউজবাংলা
তিনি আরও জানান, এর মধ্যে আব্দুল বারির পরিবার খোঁজ নিয়ে জানতে পারে, বিআইডিসি বাজারে চাপুলিয়া রোডের তিন রাস্তার মোড় এলাকা থেকে আব্দুল বারিকে অপহরণের পর অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে।
এ ঘটনায় গত ৭ জানুয়ারি শুক্রবার সদর থানায় একটি অপহরণের মামলা করেন আব্দুল বারির স্ত্রী পারভিন। এরপর থেকে পুলিশ তৎপর থাকলেও তাকে উদ্ধার করতে পারেনি।
উপকমিশনার বলেন, ‘এ ঘটনার পর আজ সকালে মফিজ উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের সামনে রেললাইনসংলগ্ন ঝোপের ভেতরে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।
‘পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।’
তিনি আরও বলেন, ‘পরে আব্দুল বারির স্ত্রী মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করেন। ঘটনাস্থল থেকে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা আলামত সংগ্রহ করেছেন।’