রংপুরে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
কাউনিয়া তিস্তা ব্রিজ এলাকার রাজেন্দ্রবাজার এলাকায় রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজুল ইসলাম রংপুরের পীরগাছা থানায় কর্মরত ছিলেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, তাজুল ইসলাম কুড়িগ্রাম থেকে মোটরসাইকেলে পীরগাছা থানায় যাচ্ছিলেন। যাওয়ার পথে কাউনিয়ার রাজেন্দ্র বাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটা গাড়ি মাসুমকে চাপা দেয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিনি মারা যান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ‘মাসুম ছুটিতে ছিলেন। আজ সকালে কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল তার।’