নোয়াখালীর সোনাইমুড়ীতে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ৪ দিন পর মাছের ঘেরে পাওয়া গেছে পরাজিত সদস্য প্রার্থীর মরদেহ।
উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের ওই ঘের থেকে রোববার সকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই প্রার্থীর নাম জহিরুল ইসলাম। তিনি ছিলেন স্থানীয় বজরা বাজারের ব্যবসায়ী।
তার ছোট ভাই জাকির জানান, শনিবার রাত ১২টার দিকে জহিরুলকে মোবাইল ফোনে কল করে ডেকে নেয়া হয় বাইরে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়।
তবে কে তাকে ডেকে নিয়েছেন তা জানাতে পারেননি জাকির।
গত বুধবারের ভোটে ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে ছিলেন জহিরুলসহ তিনজন। তার প্রতীক ছিল তালা।
ওসি জানান, মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি সুরতহালে। তবে মৃত্যুর কারণ জানতে তা ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।