বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিশোরীর ঝুলন্ত মরদেহ ঘরে, বাবা আটক

  •    
  • ৯ জানুয়ারি, ২০২২ ১২:৩৯

এসআই আশরাফ আলী বলেন, ‘স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে শুনতে পাই কবিতা কোনো যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার রাতে তাকে বেধড়ক পিটিয়েছে তার বাবা।’

রংপুরে নিজবাড়ি থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বাবা ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নগরীর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের বাড়ি থেকে রোববার সকাল সাড়ে ১০টায় উদ্ধার করা হয় ইয়াসমিন আক্তার কবিতা নামে ওই কিশোরীর মরদেহ।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ আলী বিষয়টি নিশ্চিত করেন।

কবিতা রংপুর নগরীর মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

এসআই আশরাফ আলী বলেন, ‘স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে শুনতে পাই কবিতা কোনো যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়ে। এ নিয়ে শনিবার রাতে তাকে বেধড়ক পিটিয়েছে তার বাবা।’

তিনি জানান, সকালে ঝুলন্ত মরদেহ দেখে কবিতার মা চিৎকার করেন। পরে এলাকাবাসী এসে মরদেহ নামায়। সেটি থানায় নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কবিতার বাবাকে আটক করা হয়েছে।

মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবার রহমান বলেন, ‘কবিতার মৃত্যু হত্যা না আত্মহত্যা তা খুঁজছি আমরা। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠাব। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর