গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ অধর্শাতাধিক আহত হয়েছেন।
তাদের ৩০ জনকে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমেপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের চর পাকুড়তিয়া গ্রামে শনিবার সংঘর্ষের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, একটি জমি নিয়ে কিছুদিন ধরে চর পাকুড়তিয়া গ্রামের শরীফ মীর ও বাদশা ফরিরের মধ্যে বিরোধ চলছিল। দুপক্ষ টুঙ্গিপাড়া ভূমি অফিসে অভিযোগ দিলে শনিবার সার্ভেয়ার তদন্তে আসেন।
এ সময় ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মদ শরীফের পক্ষ নেন। চেয়ারম্যান আলী শরীফের বোনের জামাই।
কথা-কাটাকাটির একপর্যায়ে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা চলে সংঘাত। এতে আহত হন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাসহ অর্ধশতাধিক মানুষ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।