‘আইভীকে নাকি কেউ সাপোর্ট দেয় না। এখানে আমি কী করব! তাদের এমপি ও দলের নেতাকর্মীরা তাকে সাপোর্ট না দিলে সেখানে আমার করার কিছু নেই। সিটি করপোরেশনে অতিরিক্ত তিন-চার গুণ ট্যাক্স দিতে গিয়ে তো তারাও ভুক্তভোগী।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে উদ্দেশ করে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার এসব কথা বলেছেন।
শনিবার সকালে সিটির ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তৈমূর।
সাংসদ শামীম ওসমান ও তার বড় ভাই সংসদ সদস্য সেলিম ওসমান সমর্থন চান জানিয়ে তৈমূর বলেন, ‘নারায়ণগঞ্জে যারা এমপি আছেন আমি তাদেরও সমর্থন চাই। আমি মাঠে নেমেছি। জনগণসহ সবার সমর্থন চাইছি।’
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘শামীম ওসমান যখন ছাত্রনেতা, তখন আমি নারায়ণগঞ্জে একজন ডাকসাইটে শ্রমিক নেতা। আমি শামীমের পায়ে হাঁটি না। আমি নিজস্ব জনশক্তিতে হাঁটি। এখন কেউ যদি মনে করে নারায়ণগঞ্জের গণমানুষের চাহিদা পূরণের জন্য আমাকে প্রয়োজন, তারা যদি মনে করে তৈমূর আলম খন্দকারের কাছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিরাপদ, তাহলে তারা সে অনুযায়ী কাজ করবে।
‘আমার পক্ষে নারায়ণগঞ্জের সব স্তরের মানুষ নেমে এসেছে। তাদের কাছে ভোট চাইছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের ভোটার হলে তার কাছেও ভোট চাইতে যেতাম। আমার বিশ্বাস, গত ৫০ বছরে আমার স্বচ্ছ, নির্ভেজাল গণমুখী কর্মকাণ্ড দেখে তিনি আমাকে ভোট দিতেন।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তৈমূর বলেন, ‘আমি বিএনপির লোক কি না তা নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন। বিএনপি আমাকে বহিষ্কার করেনি। তারা আমাকে সুযোগ করে দিয়েছে সব দলের সমর্থন যেন পাই।’