বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুয়াশার দাপট শেষে বাড়ছে আলোর ঝলকানি

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ১১:৩৯

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ নিউজবাংলাকে জানান, দেশজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়, রংপুরে ঊষালগ্নে কিছুটা কুয়াশা থাকলেও সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই তা কেটে যাচ্ছে।

দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে গত কয়েক দিন যে কুয়াশাচ্ছন্নতা দেখা গিয়েছিল, তা কাটতে শুরু করেছে। রৌদ্রোজ্জ্বল সকাল দেখছে বিভিন্ন জেলার মানুষ।

এ অবস্থা আরও কয়েক দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাষ্ট্রীয় সংস্থাটির আবহাওয়াবিদ বজলুর রশিদ নিউজবাংলাকে জানান, দেশজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। উত্তরাঞ্চলীয় জেলা পঞ্চগড়, রংপুরে ঊষালগ্নে কিছুটা কুয়াশা থাকলেও সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই তা কেটে যাচ্ছে।

তিনি জানান, শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হলেও শৈত্যপ্রবাহ নেই কোথাও। আবহাওয়া অধিদপ্তরের অন্তত দুই-তিনটি স্টেশনে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না থাকলে দেশে শৈত্যপ্রবাহ ধরা হয় না।

তাপমাত্রার বাড়া-কমা নিয়ে এ আবহাওয়াবিদ বলেন, আগামী ১২ কিংবা ১৩ জানুয়ারি বৃষ্টিপাত হতে পারে। এর আগে তাপমাত্রা বাড়া অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা ফের কমতে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ‘উপমহাদেশীয় উচ্চ তাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।’

আকাশের অবস্থা নিয়ে বলা হয়, ‘অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।’

এতে উল্লেখ করা হয়, ‘সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।’

এ বিভাগের আরো খবর