বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দুই গারো কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’, গ্রেপ্তার ৪

  •    
  • ৮ জানুয়ারি, ২০২২ ১০:১১

গ্রেপ্তারের বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করে হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন বলেন, ‘পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানাবেন। ওই চারজনকে নিয়ে এখন বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

ময়মনসিংহের হালুয়াঘাটে দুই গারো কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৯ দিন পর চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় শনিবার ভোররাতে অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি মো. শরীফসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) ইমরান আল হোসাইন বলেন, ‘পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানাবেন। ওই চারজনকে নিয়ে এখন বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

হালুয়াঘাট থানায় গত ৩০ ডিসেম্বর ওই দুই কিশোরীর একজনের বাবা সংঘবদ্ধ ধর্ষণের মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নে গত ২৮ ডিসেম্বর একটি বিয়ের অনুষ্ঠানে যায় ওই দুই প্রতিবেশী কিশোরী। রাতে ফেরার পথে কয়েকজন তাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয়া হয়। এরপর ২৯ ডিসেম্বর তাদের পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পারেন।

এরপর একজনের বাবা ১০ জনকে আসামি করে মামলা করেন।

আসামিরা হলেন উপজেলার কচুয়াকুড়া গ্রামের সোলায়মান হোসেন রিয়াদ, মো. শরীফ, এজাহার হোসেন, কাটাবাড়ি গ্রামের রমজান আলী, মো. কাউছার, মো. আছাদুল, শরিফুল ইসলাম, মো. মিজান, মো. রুকন ও মো. মামুন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, ‘আসামিদের বাড়িতে পাওয়া যাচ্ছে না। তাদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।’

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গাজীরভিটা ইউনিয়নে সোমবার বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন গারো সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ।

এ বিভাগের আরো খবর