বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফেসবুকে পোস্ট দিয়ে পদ গেল ইউপি আ.লীগ সদস্যের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ জানুয়ারি, ২০২২ ০০:৫৪

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রদান করায় সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় কামাল উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’

মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়ে টাকা ফেরত চাওয়ায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক সদস্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদ থেকে সাময়িক বহিষ্কার হওয়া কামাল উদ্দিন চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওই আদেশে স্বাক্ষর করেন। বিষয়টি শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য প্রদান করায় সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় কামাল উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

‘তাকে স্থায়ী বহিষ্কার ও দলের প্রাথমিক সদস্যপদ বাতিলের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বরাবরও আবেদন করা হয়েছে।’

তবে বিষয়টি দলীয় নিয়মশৃঙ্খলা মেনে করা হয়নি বলে অভিযোগ তুলেছেন আইনজীবী কামাল উদ্দিন।

শুক্রবার রাতে বলেন, ‘ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কীভাবে জরুরি সভা ডাকা হলো, আবার সভা সম্পন্ন করে বহিষ্কারের সিদ্ধান্তও নেয়া গেল, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘সভাপতির সঙ্গে আলাপ করে এই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি।’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী বলেন, ‘কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে তাকে শোকজ চিঠি দিতে হবে। চিঠির জবাব পাওয়ার পর সভা করে আলাপ-আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে। এটাই নিয়ম। এ ক্ষেত্রে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মোহাম্মদ কামাল উদ্দিন লেখেন, ‘আসন্ন ১৭ নম্বর সোনাকানিয়া ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পাইয়ে দেবে বলে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব আলহাজ মোসলেম উদ্দিন আহমেদ এমপির নামে আমার কাছ থেকে ১৫ লাখ টাকার চেক নিয়েছেন।

তিনি লেখেন, ‘কিন্তু দুঃখের বিষয়, আমাকে মনোনয়ন দেয়া তো দূরে থাক, কেন্দ্রে আমার নামটি পর্যন্ত পাঠায়নি। এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই।’

কামাল উদ্দিনের এমন দাবির বিষয়ে সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের বক্তব্য জানার জন্য তার মোবাইল নম্বরে কল করলেও সাড়া মেলেনি।

অভিযোগের বিষয়ে হুসাইন কবির বলেন, ‘কামাল উদ্দিন একটা মস্তিষ্ক বিকৃত মানুষ। উনার সঙ্গে গত ৫ থেকে ৭ বছরে আমার দেখা হয় নাই। আমাকে ওই পোস্টের কথা অনেকেই বলেছেন।’

এ বিভাগের আরো খবর