বাবা আব্দুস সাত্তার একবার মেম্বার পদে দাঁড়ালেও জয় পাননি। তবে মা আলেয়া বেগম বেশ কয়েকবারই মেম্বার নির্বাচিত হয়েছেন। মায়ের অনুপ্রেরণায় এবার ভোটে দাঁড়ান তিন বোন। তিনজনই পেয়েছেন মেম্বার পদ।
এ ঘটনা নাটোরের নলডাঙ্গায়। ইউপির পঞ্চম ধাপের ভোটে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে হালিমা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে হালিমার বোন নাসিমা বেগম এবং ছাতনী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড থেকে তাদের ছোট বোন শাহনাজ পারভীন মেম্বার নির্বাচিত হয়েছেন।
হালিমা বেগম বলেন, ‘মরহুম বাবা আব্দুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন। স্বপ্ন ছিল একদিন ইউপি নির্বাচন করব। ইচ্ছা পূরণ হয়েছে।’
নাসিমা বলেন, ‘আমার মা ইউপি নির্বাচনে বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হয়েছেন। মায়ের কাছ থেকে শিখেছি, কীভাবে মানুষের সেবা করতে হয়।’
শাহনাজ জানান, ভোটাররা তাকে জয়ী করেছেন। তার ওপর আস্থা রেখেছেন। মায়ের মতো তিনিও মানুষের সেবা করবেন। সরকারি সুযোগ-সুবিধা যেন সবাই পায়, তা নিশ্চিত করবেন।