বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাণিজ্য মেলার ফিরতি পথে ভোগান্তি

  •    
  • ৭ জানুয়ারি, ২০২২ ২১:৫৫

শহর থেকে একটু দূরে মেলা হওয়ায় কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বেশ কিছু বিআরটিসি বাসের ব্যবস্থা রেখেছিল কর্তৃপক্ষ। মেলায় যাওয়ার সময় বাস মিললেও মেলা থেকে বের হয়ে আর বাস মিলছে না।

প্রথমবারের মতো পূর্বাচলে শুরু হয়েছে বাণিজ্য মেলা। দিন যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। মেলায় যাওয়ার পথে দশনার্থীরা তেমন কোনো সমস্যায় না পড়লেও ফিরতি পথে ভোগান্তি সঙ্গী হচ্ছে তাদের।

শহর থেকে একটু দূরে মেলা হওয়ায় কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত বেশ কিছু বিআরটিসি বাসের ব্যবস্থা রেখেছিল মেলা কর্তৃপক্ষ। মেলায় যাওয়ার সময় বাস মিললেও মেলা থেকে বের হয়ে আর বাস মিলছে না। শুক্রবার এমন দৃশ্য দেখা গেছে।

সন্ধ্যা ৭টার দিকে মেলা থেকে বের হয়ে দেখা যায়, বিআরটিসি টিকিট কাউন্টারের সামনে হাজারেরও বেশি মানুষের ভিড়। যাত্রীদের অভিযোগ, প্রায় ২ ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও তারা টিকিট কাউন্টারে কারও দেখা পাননি। এমনকি এই সময়ে একটা গাড়িও মেলা প্রাঙ্গণ থেকে ছেড়ে যায়নি।

মেলায় আসা মিরপুরের বাসিন্দা নাসিমা বেগম বলেন, ‘সন্ধ্যার পর মেলা থেকে বের হয়েছি। ২ ঘণ্টা দাঁড়িয়ে আছি বাস পাচ্ছি না। আসার সময় একটু ডেকে ডেকে আদর করে আনল, যাওয়ার সময় আর আমাদের কোনো পাত্তা নেই।’

এ সময় পরপর দু-তিনটি বিআরটিসি বাস কাউন্টারের সামনে এলে মানুষ বাসের জন্য হুমড়ি খেয়ে পড়ে। দীর্ঘ সময় গাড়ি না পাওয়ায় কাউন্টারের লোকজনের ওপর ক্ষুব্ধ হয়ে চিৎকার-চেঁচামেচি করেন তারা। পরে অনেকে জোর করে, ধাক্কাধাক্কি করে টিকিট না কেটে বাসে উঠে পড়েন।

কালশী থেকে মেলায় আসা নুর আলম বলেন, ‘স্ত্রী ও সঙ্গে কোলের বাচ্চা নিয়ে মেলায় এসেছি, আসার সময় তো ঠিকঠাক ছিল, যাওয়ার সময় ভোগান্তিতে পড়তে হচ্ছে। উদ্বোধনের সময় বলেছিল খুব ভালো সার্ভিস দেবে বিআরটিসি, আসতে-যাইতে খুব সুবিধা হবে। এখন আর কোনো খবর নেই। আগারগাঁওয়ে তো একটু কষ্ট হলেও বাস পাওয়ার কোনো সমস্যা ছিল না।’

হাতিরঝিল মহানগর প্রজেক্টের বাসিন্দা রিজওয়ান বলেন, ‘কে যে বলছিল মেলায় আসতে। যাওয়ার সময় ভোগান্তির কথা যদি মানুষ জানে, তাহলে কেউ আর মেলায় আসবে না। আর যে একবার আসছে, সে তো ভুলেও এদিকে পা বাড়াবে না।

‘এতক্ষণ দাঁড়ালাম বাস তো নাই, সিএনজি, উবার কিছুই এখান থেকে পাওয়া যায় না। সন্ধ্যার সময় এই অবস্থা হয় যদি হয়, তাহলে মেলা শেষে রাত ১০টায় মানুষের কী অবস্থা হবে? মনে হচ্ছে এটা শুধু বড়লোকের মেলা হবে। যাদের প্রাইভেট গাড়ি থাকবে, তারা এখানে আসতে পারবে।’

এ বিষয়ে মেলা পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘মেলায় ক্রেতাদের সুবিধার জন্যই বিআরটিসি বাসের ব্যবস্থা করা হয়েছে। তবে এসব বাস নিয়ন্ত্রণ করে বিআরটিসি কর্তৃপক্ষ। হয়তো শুক্রবার দেখে বাসের একটু চাপ বেশি পড়ছে।’

বিআরটিসির লোক কাউন্টারে কেন নেই- প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি আমি দেখেছি।’

টিকিট কাউন্টারের লোকজন জানান, সন্ধ্যার পরও মানুষ মেলায় আসছে। আসার পথে অনেক মানুষ, রাস্তায় গাড়ির জ্যাম ছিল। সে জন্য বাস ঢুকতে দেরি হয়েছে।

এ বিভাগের আরো খবর