বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা শনাক্তের ৮০% ঢাকা বিভাগে

  •    
  • ৭ জানুয়ারি, ২০২২ ১৯:০০

বিশেষজ্ঞরা বলছেন, নতুন শনাক্ত হওয়া ওমিক্রন ও ডেল্টা ধরন সংক্রমণ বাড়াচ্ছে। আগামী দুই মাস খুবই সতর্ক থাকতে হবে। কারণ যেকোনো সময় সংক্রমণ দ্বিগুণ হতে পারে।

দেশজুড়ে সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ৮০ শতাংশই ঢাকা বিভাগের।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

এই সময়ের মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৬ জন। এদের মধ্যে ঢাকা মহানগরসহ ঢাকা জেলায় শনাক্ত হয়েছেন ৯২০ জন।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন শনাক্ত হওয়া ওমিক্রন ও ডেল্টা ধরন সংক্রমণ বাড়াচ্ছে। আগামী দুই মাস খুবই সতর্ক থাকতে হবে। কারণ যেকোনো সময় সংক্রমণ দ্বিগুণ হতে পারে। এ ছাড়া নতুন শনাক্ত হওয়া ওমিক্রন পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলতে পারে। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে সংক্রমণের লাগাম টানা চ্যালেঞ্জ হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৯২০ জনের মধ্যে ঢাকা জেলায় ৯০২ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলার মধ্যে ফরিদপুর ২, গোপালগঞ্জ ৪, কিশোরগঞ্জে ২ জন শনাক্ত হয়েছেন।

বাকি দুই জেলায় শরীয়তপুর ও টাঙ্গাইলে কোনো রোগী শনাক্ত হননি। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় একজনের মৃত্যু হয়েছে। এই বিভাগের ১১ জন শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় ৮২ জন, রাঙ্গামাটিতে ৩, নোয়াখালীতে ২ ও কুমিল্লায় ৮, ফেনীতে ৪, কক্সবাজারে ২ জন শনাক্ত হয়েছেন। রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৪ জনসহ মোট ৫২ জন শনাক্ত হয়েছেন। খুলনা বিভাগে ২৩ জন শনাক্ত হয়েছেন। বরিশাল বিভাগে ৫ ও সিলেটে ১৩ জন নতুন করে রোগী শনাক্ত হয়েছেন। রংপুর বিভাগে ৯ জন।

হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধিকে উদ্বেগজনক মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি নিউজবাংলাকে বলেন, ‘দেশে যে ভাইরাসই আসুক না কেন, আগে আমাদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে হবে। মাস্ক পরতে হবে।

‘সরকার দু-এক দিনের মধ্যে বিধিনিষেধ আরাপ করতে যাচ্ছে, সেটা মানতে হবে। এ ছাড়া যেসব স্থানে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে সেসব স্থানে টিকা গ্রহণকারী ছাড়া ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হবে।’

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সংক্রমণ প্রতিরোধে প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে হাসপাতালগুলোকে করোনা শয্যা বাড়ানোর জন্য নির্দেশনা দেয়া হয়েছে। করোনায় আক্রান্ত নন এমন রোগীরা যেন করোনা পরীক্ষার সুযোগ পান, সে ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

এ বিভাগের আরো খবর