নোয়াখালীতে এক নারীকে ধর্ষণের অভিযোগে ট্র্যাফিক পুলিশের কনস্টেবলসহ চারজনের নামে মামলা করেছেন ওই নারীর মা।
সুধারাম মডেল থানায় শুক্রবার দুপুরে ধর্ষণ মামলা করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে আসামিদের আটক করে পুলিশ।
তারা হলেন নোয়াখালী জেলা সদর ট্র্যাফিক পুলিশের কনস্টেবল মকবুল হোসেন, বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর গ্রামের অটোরিকশাচালক মো. কামরুল, সদর উপজেলার দাদপুর গ্রামের আবদুল মান্নান ও বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের নুর হোসেন কালু। মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) মিজানুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাতে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী ব্যক্তিগত কাজে নোয়াখালী শহরের মাইজদীতে আসেন। তার অর্থ সংকট দেখা গেলে পূর্বপরিচিত অটোচালক কামরুলের সঙ্গে দেখা করেন।
কামরুল এবং তার দুই সহযোগী আবদুল মান্নান ও নুর হোসেন কালু তাকে কনস্টেবল মকবুলের কাছে নিয়ে যান। কামরুল তাকে সুধারাম থানা চত্বরে বাবুর্চি আবুল কালামের কক্ষে নিয়ে ধর্ষণ করেন।
ঘটনার পরপরই ওই নারী বিষয়টি থানায় জানালে রাতে পুলিশ চারজনকে আটক করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘ওই নারীর মায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এরপর তাদের আদালতে পাঠানো হয়েছে। আর ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’