পাবনার বেড়ায় টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বেড়া উপজেলার চরসফুল্লা গ্রামে শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী নিহত তোতা ব্যাপারীর বাড়ি চরসফুল্লা গ্রামে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় দেড় বছর আগে চরসফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরবে যান। সেখানে কয়েক মাস থাকার পর আখের দেশে ফিরে আসেন। শফিকুল সৌদিতেই থেকে যান।
দেশে ফিরে শফিকুলের পরিবারের কাছে আখের তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে ১১ জন আহত হন।
আহতদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তোতা মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি অরবিন্দ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’