দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শুক্রবার বিকেলে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ২৪ ঘণ্টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে।
দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৫২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকা বিভাগে সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩১ জন এবং অন্য বিভাগে ২১ জন রোগী ভর্তি রয়েছে।
এ বছরের ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ রোগী।
চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় ১০৫ জন।
গত জানুয়ারিতে ৩২ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হওয়ার মধ্য দিয়ে বছর শুরু হয়েছিল। জুনে এটা ১৭২ জনে ওঠে। জুলাইয়ে সেটিই হয়ে দাঁড়ায় ২ হাজার ২৮৬ জনে। তাতে সব মিলিয়ে এ বছরের প্রথম সাত মাসে ডেঙ্গুতে মোট শনাক্ত দাঁড়ায় ২ হাজার ৬৫৮ জন। জুলাই থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হতে শুরু করে। আগস্টে এসে চিত্রটি উদ্বেগজনক হয়ে পড়ে। অক্টোরের দিকে কিছুটা উন্নত হয় পরিস্থিতি।