লক্ষ্মীপুরে ট্রাক্টরের ধাক্কায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
কমলনগরের চরলরেন্সের তুলাতুলি এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের নাম মাহমুদুল হাসান শুভ। সে চর জগবন্ধু আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। শুভ একই এলাকার আবদুস সহিদের ছেলে।
ওসি মোহাম্মদ মোসলেহ জানান, শুভ স্থানীয় চরলরেন্স বাজার থেকে সাইকেলে বাড়ির ফিরছিল। তুলাতুলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক্টর শুভকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে শুভকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর ট্রাক্টরের মালিক মো. নাসির উদ্দীন পালিয়ে যান।তবে ট্রাক্টরটি জব্দ করা হয়। চালককে আটকের চেষ্টা চলছে।’