গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বঙ্গবন্ধুর সমাধির বেদিতে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
মোনাজাত শেষে সমাধি কমপ্লেক্সের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এতে লেখেন, ‘বাংলা, বাঙালি, বাংলার মাটি আর বঙ্গবন্ধু একাকার হয়ে ১৯৭১ সালে এই জাতির জন্ম হয়। বাংলার মানুষ ৩০ লাখ মানুষ ও জাতির পিতার রক্তের কাছে ঋণী। এ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বাংলার মানুষ যেন দ্রুত সময়ে ন্যায়বিচার পায় তার ব্যবস্থা করার দায়িত্ব আমার।
‘বঙ্গবন্ধু আপনাকে কথা দিচ্ছি, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আমার যা করা উচিত তার সবটুকু করব। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন। তাই আমাদের সবার দায়িত্ব বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করা।’
এ সময় তার সঙ্গে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াছুর রহমান ও মুখ্য বিচারিক হাকিম শাহাদত হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।