টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা- সন্তানসহ তিনজন নিহত হয়েছেন।
মধুরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মধুপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে জামালপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হন।
নিহতরা হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মো. সাইদুর রহমানের স্ত্রী শারমিন আক্তার ও তার মেয়ে ৩ বছর বয়সী সোহাগী আক্তার।
২২ বছর বয়সী অপর নিহতের নাম রাসেল মিয়া। তার বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলায়।
ওসি বলেন, ‘নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।’