বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হুমায়ূন আহমেদের বাড়ি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জানুয়ারি, ২০২২ ২২:২৯

কেন্দুয়ার কুতুবপুর ইউনিয়নে সদস্য পদে পরাজিত প্রার্থী হুমায়ূন আহমেদের চাচাত ভাই শফিকুল ইসলাম জানান, জয়ী হারেছ মিয়ার সমর্থকরা বিজয় মিছিল বের করেন রাতে। মিছিল শেষে তারা হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়িসহ শফিকুল ইসলামের সমর্থকদের ৬-৭টি বাড়িতে হামলা চালায়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের ভোট শেষে সহিংসতায় ভাঙচুর করা হয়েছে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নেত্রকোণার পৈতৃক বাড়ি।

কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় বৃহস্পতিবার।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দুয়ার কুতুবপুর ইউনিয়নে বুধবারের ভোটে সদস্য পদে ছিলেন হুমায়ূন আহমেদের চাচাত ভাই শফিকুল ইসলাম শফিক। রাতে ফল বের হলে জানা যায় তিনি পরাজিত হয়েছেন। জয় পেয়ে সদস্য হয়েছেন হারেছ মিয়া। রাত ১০টার দিকে এই ফল ঘোষণা করা হয়।

শফিকুল জানান, হারেছ মিয়ার সমর্থকরা বিজয় মিছিল বের করেন রাতে। মিছিল শেষে তারা হুমায়ূন আহমেদের পৈতৃক বাড়িসহ শফিকুল ইসলামের সমর্থকদের ৬-৭টি বাড়িতে হামলা চালায়।

হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদ উল্লাহ বলেন, ‘হামলাকারীরা আমার বাড়িতেও হামলা করেছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, হুমায়ূন স্যার যে ঘরটিতে এসে অবস্থান করতেন, সে ঘরটিও তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ ঘরটি এতদিন তাদের বাড়ির লোকজন অক্ষত অবস্থায় রেখেছিলেন।’

ওসি জানান, হামলার খবর পেয়ে রাতেই পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। তদন্ত করা হচ্ছে; লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর