দেশে আরও ১০ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। দেশে এ নিয়ে মোট ২০ জনের দেহে করোনাভাইরাসের এই অতি সংক্রমণশীল ধরনটি শনাক্ত হলো।
বৃহস্পতিবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটের তথ্য বলছে, গত বছরের ১৪ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩ জানুয়ারির মধ্যে রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। তবে এসব রোগী সাম্প্রতিক সময়ে বিদেশ ভ্রমণ করেছেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্য সংস্থাটি জানাতে পারেনি।
সংগৃহীত নমুনাগুলো জিআইএসএআইডি পাঠিয়েছে ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ।