কয়েক ঘণ্টার ঝটিকা সফরে ঢাকা আসছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু। শনিবার ভোরে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর। দুই দেশের মধ্যে এটিই হতে যাচ্ছে প্রথম কোনও স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।
সফরটি সংক্ষিপ্ত হলেও বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরে বেসামরিক নিরাপত্তা ও সন্ত্রাস দমনে দুই দেশের সহযোগিতা নিশ্চিতে সমঝোতা স্মারক সই হতে পারে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর ফ্লাইট শিডিউল জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকা পৌঁছানোর পরই সুলেইমান সয়লু কক্সবাজার যাবেন। এসময় তার সঙ্গে থাকবেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্মকর্তা ও ঢাকায় তুর্কি দূতাবাসের জ্যেষ্ঠ কূটনীতিকরা।
কক্সবাজারে ক্যাম্পে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখবেন তিনি। সেখানে আশ্রিত রোহিঙ্গা ও হোস্ট কমিউনিটির চিকিৎসায় তুরস্ক সরকার পরিচালিত ফিল্ড হাসপাতালের কর্মতৎপরতা দেখবেন তিনি।
ওইদিন বিকেলে ঢাকায় ফিরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাতেই তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা ছাড়বেন বলে জানা গেছে।