ব্যাংক ঋণের ৩২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী ও দুই ভাইসহ ৫ জনের বিরুদ্ধে করা দুদকের মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হয়েছে মামলাটির বিচারকাজ।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদ বৃহস্পতিবার দুপুরে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত ২ মার্চ থেকে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করেছেন। আসলাম চৌধুরীকে এ সময় আদালতে হাজির করে পুলিশ। ছয় বছর ধরে কারাবন্দি আছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কৌঁসুলি কাজী ছানোয়ার হোসেন লাভলু।
তিনি বলেন, ‘আসামিদের অব্যাহতির আবেদন করেন আইনজীবী, কিন্তু আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর্যাপ্ত উপাদান থাকায় আমরা অব্যাহতির বিরোধিতা করি। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন আদালত।’
দুদক সূত্রে জানা গেছে, পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিলের নামে আরব-বাংলাদেশ (এবি) ব্যাংক চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নেয়া হয়। সেটি পরিশোধ না করার অভিযোগে ২০১৬ সালের ১৬ জুলাই মামলা হয়।
মামলায় আসলাম চৌধুরীর সঙ্গে তার ভাই রাইজিং স্টিল মিলের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও পরিচালক জসিম উদ্দিন চৌধুরী, আসলামের স্ত্রী ও চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা, বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক (জিএম, হিসাব ও অডিট) ও এবি ব্যাংকের সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি, হেড অব ক্রেডিট) বদরুল হক খান, এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফজলুর রহমানকে অভিযুক্ত করা হয়।
২০১৭ সালের ৭ আগস্ট ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
এর আগে ২০১৬ সালের ১৫ মে রাজধানী থেকে গ্রেপ্তার হন আসলাম চৌধুরী। রাষ্ট্রদ্রোহ-নাশকতাসহ তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা আছে।