মাদারীপুর শহরে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
বাদামতলা এলাকার যাত্রাবাড়ী মাঠে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
যাকে পুলিশে দেয়া হয়েছে তার নাম গৌতম সাহা, পেশায় নৈশপ্রহরী।
ওই শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউজবাংলাকে এসব তথ্য জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।
স্থানীয়দের বরাতে তিনি জানান, যাত্রাবাড়ী মাঠে পরিবার নিয়ে ভাড়া থাকেন গৌতম সাহা ও এক কলা বিক্রেতা। দুপুরে বাড়ি ফাঁকা পেয়ে কলা বিক্রেতার মেজো মেয়েকে একটি ঘরে নিয়ে যায় গৌতম। পাশের বাড়ির ভাড়াটিয়া সুমি কিছুক্ষণ পর সেখানে গেলে সে পালিয়ে যায়।
সুমি মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে শহরের বিসিক এলাকা থেকে গৌতমকে আটক করে পুলিশে দেয়া হয়।
শিশুটির বাবা বলেন, ‘আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত ছিল। এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে গৌতম ধর্ষণের চেষ্টা করে। আমি এর বিচার চাই।’
সদর হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান পাভেল বলেন, ‘শিশুটির আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এটা ধর্ষণ কিনা সেটা রিপোর্ট পেলে জানা যাবে।’
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা জানান, ‘এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি। আইনি পদক্ষেপ নেয়া হবে।’