জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান।
ধানমন্ডি থানা পুলিশ জাহানারা এহসানকে থানায় নিয়ে এসেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমন্ডি জোনের এডিসি এহসানুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে। ডায়েরিতে যে অভিযোগ করবেন, সেটা জানানো যাবে।’
জাতীয় জরুরি সেবার এক কর্মকর্তা বলেন, ‘ধানমন্ডি এলাকা থেকে পারিবারিক সহিংসতা বিষয়ে একজন নারী কল করে সহায়তা চেয়েছিলেন। আমরা ধানমন্ডি থানাকে কানেক্ট করেছি। তারা সেখানে গিয়ে কী বিষয়, তা যাচাই করছে।’
একটি অনলাইন টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন প্রতিমন্ত্রী মুরাদ হাসান। এ নিয়ে তুমুল সমালোচনার মধ্যেই তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয়। এতে এক অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দেন মুরাদ।
এসব ঘটনার জেরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন ড. মুরাদ হাসান। পরে আওয়ামী লীগের দলীয় পদও হারান তিনি।