সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর ব্যাখ্যা চাইতে সার্ভিস প্রোভাডারদের তলব করবে তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
সচিবালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহ্মুদ। বললেন, দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক সহিংসতাসহ বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, ‘কোনো পত্রিকায় ভুল তথ্য পরিবেশনের জন্য সেই পত্রিকার সম্পাদক ও প্রকাশককে দায়ী করা হয়। তাদের বিরুদ্ধে মামলা করা হয়। সে ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে যদি গুজব ছড়ায় এবং এর জন্য যদি হানাহানি হয়, তাহলে যারা সার্ভিস দিচ্ছে তারা কেন দায়ী হবে না।
‘এ বিষয়টি গতকাল সংসদীয় কমিটিতে আলোচনা হয়েছে। আগামী যে কোনো বৈঠকে সার্ভিস প্রোভাইডারদের ডাকা হবে।’
দুর্গাপূজা চলাকালীন ও বিসর্জন শেষে কুমিল্লাসহ দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের পূজামণ্ডপ, মন্দির ও বাড়িঘরে হামলা চালানো হয়।
কুমিল্লা নগরীর একটি পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ পাওয়ার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেছিলেন ফয়েজ আহমেদ নামক এক যুবক। ওই লাইভের পর আরও এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই ফয়েজকে গ্রেপ্তার করে পুলিশ।
কুমিল্লার ঘটনার কয়েক দিন পর ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে পীরগঞ্জের রামনাথপুর উত্তরপাড়া হিন্দুপল্লিতে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় হিন্দুদের বাড়িঘর; দেয়া হয় আগুন। লুটপাটও করা হয় এসব বাড়িতে।
এ ঘটনায় পীরগঞ্জ থানায় তিনটি মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং একটি অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে।