শৈত্যপ্রবাহের কারণে গত কয়েক দিন ধরে জেঁকে বসা শীত কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। আগামী সপ্তাহের দিকে হতে পারে বৃষ্টি।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ১২-১৩ জানুয়ারির দিকে বৃষ্টিপাত হতে পারে। এর আগে তাপমাত্রা বাড়া অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা আবার কমতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, দেশের কিছু কিছু এলাকায় কুয়াশাচ্ছন্নতা কেটে রোদের দেখা মিলবে, তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে কুয়াশার চাদর দীর্ঘসময় ধরে থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নওগাঁয়, ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
২৪ ঘণ্টার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বুধবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কিছু কিছু জায়গায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।