গাইবান্ধার সাঘাটা উপজেলায় পরাজিত সদস্য পদপ্রার্থীর সমর্থককে গলা কেটে হত্যার ঘটনায় পরিবার মামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে মামলায় কতজনকে আসামি করা হবে তা এখনও ঠিক হয়নি।
নিহত আবু তাহেরের বাড়ি সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে টিউবওয়েল প্রতীকের সদস্য পদপ্রার্থী আইজল মিয়ার সমর্থক ছিলেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান নিউজবাংলাকে জানান, বুধবার ভোট চলাকালে বিকেল পৌনে ৩টার দিকে জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে তাহেরের সঙ্গে আরেক সদস্য প্রার্থী রাসেল আহমেদের কর্মী-সমর্থকদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা তাহেরের গলা কেটে ফেলে। স্থানীয় লোকজন তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
তাহেরের বাবা ওমর আলী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের দিকে থানায় মামলা করব। আমার ছেলেটাকে এভাবে মারল। ওরা কী মানুষ? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’
ওসি বলেন, ‘রাতেই তাহেরের বাবা জানিয়েছেন, তারা মামলা করবেন। দুপুরে গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে তাহেরের ময়নাতদন্ত হবে। হত্যার ঘটনার পর থেকে রাসেলের পরিবারের সদস্য ও কর্মী-সমর্থকরা পলাতক।’