বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোটে অনিয়ম: ১০ ছাত্রলীগ নেতা জেলে  

  •    
  • ৬ জানুয়ারি, ২০২২ ০২:১২

কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম মিয়া বলেন, ‘বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের সাবেক ১০ নেতা কামারঘোনা ভোটকেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের চাপ প্রয়োগ করেন। এ সময় তারা কিছু জাল ভোটও দেন। একপর্যায়ে উত্তেজিত জনগণ তাদের আটক করে পিটুনি দেয়।

মানিকগঞ্জের হরিরামপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়-ভীতি এবং জাল ভোট দেয়ার অভিযোগে ছাত্রলীগের ১০ নেতাকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা বুধবার দুপুর ২টার দিকে এই সাজা দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিব।

কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম মিয়া নিউজবাংলাকে এসব নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগের সাবেক ১০ নেতা কামারঘোনা ভোটকেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটারদের চাপ প্রয়োগ করেন। এ সময় তারা কিছু জাল ভোটও দেন।

একপর্যায়ে উত্তেজিত জনগণ তাদের আটক করে পিটুনি দেয়। এ সময় এক ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ। পরে আইশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এসে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন।

প্রিজাইডিং অফিসার শামীম মিয়া বলেন, ‘পুলিশ তাদের উদ্ধার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা নিশ্চিত করেন। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।’

এ বিভাগের আরো খবর