চুয়াডাঙ্গায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আহসান আলমকে হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ওয়ার্ড বয় রাসেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মাথাভাঙ্গা সেতুর ওপর থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আহসান আলমকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়।
পরে ওই ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
বুধবার দুপুরে সদর থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, ঘটনার পরই আসামি রাসেলকে গ্রেপ্তারের অভিযান শুরু করে পুলিশের একাধিক টিম। বুধবার তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলার বিষয়টি স্বীকার করেছেন রাসেল। সাংবাদিক আহসান আলমের চুরি যাওয়া মালামাল উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
সংবাদ সম্মেলনে সদর থানার ওসি মোহাম্মদ মহসীনসহ জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, রোববার সকালে সদর হাসপাতালের একটি চায়ের দোকানে চা পান করছিলেন স্থানীয় দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার আহসান আলম। এ সময় সংবাদ প্রকাশের জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন ওয়ার্ড বয় রাসেল হোসেন। এ সময় সাংবাদিকের আঙুলে থাকা একটি স্বর্ণের আংটি এবং ব্লেজারের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকাও ছিনিয়ে নেন রাসেল।
পরে ওই দিন বেলা ২টার দিকে সদর থানায় হত্যাচেষ্টার মামলাটি করেন আহসান আলম। অভিযুক্তকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাতে থাকেন জেলার অন্য সংবাদিকরাও।