বগি লাইনচ্যুত হয়ে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পঞ্চগড়-পার্বতীপুর রুটে রেল চলাচল ফের চালু হয়েছে।
ইঞ্জিন ও বগি লাইন থেকে অপসারণের পর বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয় দুর্ঘটনাকবলিত ট্রেনটি।
নিউজবাংলাকে দিনাজপুর রেলস্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়া একটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দিয়ে আহত হন ট্রেনের চালক।
ধাক্কায় ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেল চলাচল বন্ধ হয়ে যায়।
আহত চালক আব্দুর রাজ্জাককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
দিনাজপুর রেলস্টেশনের স্টেশন সুপার জিয়াউর রহমান জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির সাপ্তাহিক ছুটি ছিল বুধবার। তাই ভোরে ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর স্টেশনের উদ্দেশে রওনা দেয়।
কিন্তু যশাই লেভেল ক্রসিংয়ে এসে বিকল হয়ে পড়া একটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। ঘন কুয়াশায় দেখতে না পাওয়ায় ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনের চালক আহত হন এবং ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
ট্রেনের পেছনে থাকা চারটি বগি পাশের ক্ষেতে উল্টে যায়। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী সব রেল চলাচল বন্ধ রাখা হয়।