রাজধানীর লালবাগে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টার পর অচেতন অবস্থায় মোসাম্মৎ ফারজানা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিলে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী মো. অপু জানান, ফারজানা তার আপন চাচাতো বোন। তারা প্রেম করে বিয়ে করেছেন। তাদের বাক প্রতিবন্ধী চার বছরের এক ছেলে আছে। ছেলে তার মাকে কিছু একটা দেখিয়ে সেটি নেয়ার বায়না করলে তার মা রাগ করে ছেলেকে লাত্থি দেন।
তিনি আরও জানান, ছেলেকে মারার বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তার স্ত্রী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছু পরে ডাকাডাকি করলেও দরজা না খোলায় ভেঙে ভেতরে গিয়ে তার স্বামী দেখেন ফারজানা সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ঝুলছেন।
নিহতের গ্রামের বাড়ি গাজীপুরের টঙ্গীর কলেজ গেট আউচ পাড়া এলাকায়।
তারা লালবাগ হোসেনউদ্দীন লেন এলাকার ৪২ নম্বর বাসায় থাকতেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।