সকাল থেকে চাপ থাকলেও দুপুরের পর থেকে কেন্দ্রে ভোটারের উপস্থিতি নেই বললেই চলে। তাই মধ্যদুপুরে একরকম ফাঁকা কেন্দ্রে গল্প করে সময় পার আর রোদ পোহাচ্ছেন কেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্যরা।
মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাজী ওমর বেপারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা সোয়া ১টার দিকে এমন দৃশ্য দেখা গেছে।
ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুপুরে কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতি নেই। সেখানে দায়িত্বরত আনসার সদস্য মামুন বেপারী, লায়লা বেগম ও রাবেয়া আক্তার মাঠে রাখা বেঞ্চে বসে গল্প করছেন। সাংবাদিকদের দেখে হাসি মুখে জানালেন, ভোটার নেই বলে গল্প করে সময় কাটাচ্ছেন, রোদ পোহাচ্ছেন।
নিউজবাংলাকে আনসার সদস্য মামুন বেপারী বলেন, ‘সকালে দুই লাইনে আলাদা নারী-পুরুষ ভোট দিয়েছে। তখন খুব চাপ ছিল, এখন ভোটার নেই বললেই চলে। তাই আমরা সুখ-দুঃখের গল্প করছি। ভোটার আসলে আবার কাজ করব।
‘আমি জীবনে অনেক নির্বাচনে কাজ করেছি, এই নির্বাচনে এসে ভিন্নতা দেখলাম। সকালে খুব ভিড়, দুপুরে লোক নেই।’
আরেক সদস্য লায়লা বেগম বলেন, ‘ভোটার নাই দেখে রোদ পোহাচ্ছি, গল্প করে সময় পার করছি। এক দিনের কাজ ভালোই লাগে।’
কথা শুনে পাশে থাকা আনসার সদস্য রাবেয়া আক্তার হাসি মুখে তার সঙ্গে সায় দিচ্ছিলেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. রুহুল আমীন নিউজবাংলাকে বলেন, ‘এই কেন্দ্রে ১ হাজার ৫৩৪ জন ভোটার। সকালে ভোটার সংখ্যা বেশি ছিল। দুপুরে একটু কমে গেছে। সোয়া ১টার দিকে ৯৭৫ ভোট কাস্ট হয়েছে। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে।’
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও বড় ধরনের ঘটনা ঘটেনি। তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা তৈরি করা আছে।’