বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খালেদার কিছু হলে সরকারের সবাই হত্যার আসামি: ফখরুল

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ১৪:৫৫

মির্জা ফখরুল বলেন, ‘কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু যেকোনো সময় তার জীবনাশঙ্কা পরিস্থিতি তৈরি হতে পারে। তার কোনো কিছু হলে সরকারের প্রত্যেককে হত্যার আসামি করা হবে।’

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হলে সরকারের সবাইকে হত্যা মামলার আসামি করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার দুপুরে ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে মানববন্ধনে তিনি এ কথা বলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে প্রতি বছর দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি।

মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, ‘কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসা না করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশ পাঠানোর ব্যবস্থা করা দরকার। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা চালাচ্ছেন, কিন্তু যেকোনো সময় তার জীবনাশঙ্কা পরিস্থিতি তৈরি হতে পারে। তার কোনো কিছু হলে সরকারের প্রত্যেককে হত্যার আসামি করা হবে।’

চক্রান্তের অংশ হিসেবে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দরকার হলেও সরকার আইনের দোহাই দিয়ে তাকে বিদেশে যেতে দিচ্ছে না বলে মনে করেন মির্জা ফখরুল।

দেশে গণতান্ত্রিক সরকার ও জনগণের ক্ষমতা ফেরাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে। সুনামি হয়ে সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এই মানববন্ধন সঞ্চালনা করেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে।

এ বিভাগের আরো খবর