চাঁপাইনবাবগঞ্জ সদরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তার নির্বাচনি এজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। তবে জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, ওই প্রার্থীর কোনো এজেন্টই কেন্দ্রে ছিল না।
সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের নৌকার প্রার্থী মো. জাকারিয়া বুধবার দুপুরে কাঠরিপাড়ায় নিজ বাসায় সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন।
জাকারিয়া বলেন, ‘বিএনপি-জামায়াতের কর্মীরা আলতানূর হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে আমার নির্বাচনি এজেন্টদের ঢুকতে দেয়নি। আমি বিষয়টি নির্বাচন কর্মকর্তাকে জানিয়েছিলাম। তারপরও কোনো প্রতিকার না পেয়ে ভোট বর্জন করছি।’
চেয়ারম্যান প্রার্থী জামায়াত নেতা হাবিবুর রহমান বলেন, ‘সুন্দর ভোট হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেটা ফালতু কথা।’
জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘জাকারিয়ার অভিযোগ শুনে আমি ওই কেন্দ্রে গিয়েছিলাম। সেখানে নৌকার কোনো এজেন্টকে পাইনি। প্রিসাইডিং কর্মকর্তা জানিয়েছেন, কেন্দ্রটিতে নৌকার কোনো এজেন্টই দেয়া হয়নি।’