কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন। লোনা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্র।
বুধবার সকাল ৮টা থেকে ভোট শুরু। সংবাদকর্মীরা প্রিসাইডিং অফিসারকে খুঁজছেন। তার দেখা নেই। কেউ বলছেন তিনি নাস্তা করতে গেছেন। কেউ বলছেন তিনি শৌচাগারে।
কিছুক্ষণ পর জানা গেল তিনি মসজিদে। সকাল ৯ টার দিকে তিনি মসজিদে কী করছেন? উঁকি দিতে দেখা গেল তিনি কাগজপত্র খুলে বসেছেন।
প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুস ছাত্তার নিউজবাংলাকে বলেন, ‘লোনা ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রের চারটি কক্ষে বুথ চালাচ্ছি। টিন দিয়ে ছাপড়া ঘর করে সেখানে বুথ বসানো হয়েছে। জায়গা না পেয়ে পাশের মসজিদে বসেছি।’
লোনা গ্রামের রুহুল আমিন বলেন, ‘গ্রামে প্রাইমারি স্কুল নেই। আগে একটা বাড়িতে ভোট হতো। এই কেন্দ্রে দুই বছর ধরে ভোট হয়। কক্ষগুলোর দরজা নেই। টয়লেটের বেড়া ভাঙা।’ কেন্দ্রের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জীবন কৃষ্ণ মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘এখানে দায়িত্ব পালন করতে নানা সমস্যায় পড়তে হয়। টিন দিয়ে একটি বুথ তৈরি করতে হয়েছে। বেড়া ভাঙা থাকার কারণে মাঝেমধ্যেই টয়লেটের আশপাশ থেকে সরিয়ে দিতে হচ্ছে ভোটারদের।’