বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাল ভোট দেয়ায় প্রার্থীর ভাইকে কারাদণ্ড

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ১৩:২০

প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তাফ বলেন, ‘জাল ভোট দেয়ায় বন্দর‌খোলা ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডে মোরগ মার্কা নি‌য়ে নির্বাচন করা মনির হো‌সেনের ভাই মে‌হেদী হাসান শেখ‌কে এক মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।’

মাদারীপু‌রের শিবচ‌রে জাল ভোট দেয়ায় এক ইউ‌পি সদস্যের প্রার্থীর ভাইকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

উপ‌জেলার বন্দর‌খোলা ইউ‌নিয়‌নের এক‌টি কে‌ন্দ্রে বেলা ১১টার দি‌কে তাকে সাজা দেয়া হয়।

দণ্ডিত মে‌হেদী হাসান বেপারীকা‌ন্দি গ্রা‌মের মান্নান শে‌খের ছে‌লে।

প্রিসাইডিং কর্মকর্তা গোলাম মোস্তাফ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জাল ভোট দেয়ায় বন্দর‌খোলা ইউ‌নিয়‌নের ৬ নম্বর ওয়া‌র্ডে মোরগ মার্কা নি‌য়ে নির্বাচন করা মনির হো‌সেনের ভাই মে‌হেদী হাসান শেখ‌কে এক মা‌সের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।’

আদালত প‌রিচালনা ক‌রেন নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট ম‌নোয়ার হো‌সেন।

এ বিভাগের আরো খবর