বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভোট শুরুর আগেই সংঘর্ষ, প্রার্থী গুলিবিদ্ধ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জানুয়ারি, ২০২২ ১৩:০৮

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, ‘সংঘর্ষের সময় রিপনের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার দক্ষিণ করলডেঙ্গা ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের সময় এক ইউপি সদস্য প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মহরম আলী দক্ষিণ করলডেঙ্গা ইউনিয়নের সদস্য প্রার্থী।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালি থানার উপপরিদর্শক আলাউদ্দিন জানান, মহরম আলীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে আহলা করোলডাঙ্গা ইউনিয়নের লুদি শিকদার পাড়া এলাকায় বুধবার সকাল ৭টার দিকে ​নৌকা ও বিএনপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত একজনকেও চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার নাম আবদুল্লাহ আল হারুণ রিপন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মো. বোরহান উদ্দিন বলেন, ‘সংঘর্ষের সময় রিপনের মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

এর আগে মঙ্গলবার রাতে শ্রীপুর ও খরণদ্বীপ ইউনিয়নে ভোটারদের মধ্যে টাকা বিলির সময় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ও আনারস প্রতীকের বিভিন্ন স্টিকার, কার্ড জব্দ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধতে পারে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম।

আসাদিয়া স্কুল ভোট কেন্দ্রে সাংবাদিকদের আটটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

নিউজবাংলাকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের গাড়ি ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ২ জনকে আটক করেছে। দক্ষিণ করোলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ গেছেন। তিনি পুলিশ বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।’

‘আহলা করলডেঙ্গা ও শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছে।’

এ বিভাগের আরো খবর