সকাল সাড়ে ৮টা। কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের লোনা ফোরকানিয়া মাদ্রাসা। তীব্র শীত উপেক্ষা করে কেন্দ্রে নারী-পুরুষরা ভোট দিতে এসেছেন।
তাদেরই একজন আবু ইউসুফ। তার হাতে ব্যাগ। ব্যাগে চারটি বোতল ভর্তি গরুর দুধ।
ভোট দেয়ার পরে ইউসুফ কেন্দ্রের পাশে দুধ ভর্তি বোতল নিয়ে দাঁড়িয়ে যান। এক ঘণ্টার মধ্যে প্রতি লিটার ৬০ টাকা দরে ৭ লিটার দুধ বিক্রি করেন। তারপর হাসিমুখে ভোট দেখছিলেন।
তার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। ইউসুফ বলেন, ‘আজ নির্বাচন। তাই হাটে মানুষ নেই। সবাই এসেছেন ভোট দিতে। গাড়ি চলাচল বন্ধ। গঞ্জ থেকে পাইকাররাও আসতে পারেনি হাটে। তাই বুদ্ধি করেই দুধ নিয়ে এসেছি। নিজে ভোট দিলাম দুধও বিক্রি করলাম।’
ইউসুফ জানান, তার তিনটি গাভী আছে। এই তিন গাভী থেকে প্রতিদিন ১০/১২ লিটার দুধ পান। দুধ বিক্রি ও কৃষিকাজের আয়ে স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভালোই আছেন।
লোনা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুস ছাত্তার নিউজবাংলাকে জানান, ওই কেন্দ্রে ২ হাজার ৬৮ জন ভোটার। সকাল ১০টা পর্যন্ত প্রায় ৫শ ভোট পড়েছে।