বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দৌলতপুরে আড়াইঘণ্টা পর ভোট

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ১২:০৯

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান বলেন, ‘বাঘুটিয়া ও চরকাটারী ইউনিয়ন দুটি যমুনা নদীর ওপার। নৌকায় নদী পার হয়ে সেখানে যেতে হয়। ভোরে ব্যালটপেপার ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে নদীতে পার হতে সমস্যারমুখে পড়েন তারা। ফলে ভোট কেন্দ্রে ব্যালটপেপার পাঠাতে দেরি হয়।’

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নের ৬ ভোট কেন্দ্রে আড়াই ঘণ্টা পর ভোট শুরু হয়েছে।

উপজেলার বাঘুটিয়া ও চরকাটারী ইউনিয়নের কেন্দ্রগুলোতে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ভোট শুরু হয়। নিয়ম অনুসারে সকাল ৮টায় ভোট শুরুর কথা ছিল।

ভোট কেন্দ্রগুলো হলো উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বাঘুটিয়া দাখিল মাদ্রাসা, বাঘুটিয়া উচ্চ ববিদ্যালয় ও দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া চরকাটারী ইউনিয়নের বাচামারা প্রাথমিক বিদ্যালয়, কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ চরভারাণ্ডা প্রাথমিক বিদ্যালয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরুল হাসান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাঘুটিয়া ও চরকাটারী ইউনিয়ন দুটি যমুনা নদীর ওপার। নৌকায় নদী পার হয়ে সেখানে যেতে হয়। ভোরে ব্যালটপেপার ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়। কিন্তু ঘন কুয়াশার কারণে নদীতে পার হতে সমস্যারমুখে পড়েন তারা। ফলে ভোট কেন্দ্রে ব্যালটপেপার পাঠাতে দেরি হয়।’

তিনি জানান, ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না। সব ভোটার ভোট দিতে পারবেন। একজন ভোটারও ভোট থেকে বঞ্চিত হবেন না। যতক্ষণ পর্যন্ত ভোটার থাকবে, ততক্ষণ পর্যন্ত ভোট চলবে।

এ বিভাগের আরো খবর