মানিকগঞ্জের হরিরামপুরের রামকৃষ্ণপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস লাবলুর কর্মীদের সঙ্গে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লোকমান মোল্লার কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনা ঘটে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা মাইনুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে রামকৃষ্ণপুর ইউনিয়নের মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দুই প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পরে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
তিনি আরও বলেন, ‘এ ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি পাঠানো হয়েছে।’
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই পক্ষের প্রায় ১০ জন কর্মী আহত হয়েছেন।
এ সময় এক সাংবাদিকের মোবাইল ভেঙে ফেলা হয়েছে।