প্রতিমন্ত্রী পলক মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে করোনা আক্রান্ত হওয়ার খবর জানান।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক করোনা আক্রান্ত হয়েছেন। তার দুই ছেলের নমুনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।
মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিমন্ত্রী পলক একটি পোস্ট দিয়ে এ খবর জানান।
ফেসবুক পোস্টে প্রতিমন্ত্রী পলক লিখেন-‘কিছুক্ষণ আগে কোভিড টেস্টের রিপোর্ট পেয়েছি। রিপোর্টে আমার, আমার বড় ছেলে অপূর্ব এবং মেজো ছেলে অর্জনের কোভিড পজিটিভ এসেছে। আমার পরিবারের জন্য সবার দোয়া কামনা করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন...।’
প্রতিমন্ত্রী পলক একইসঙ্গে দেশবাসীকে স্বাস্থ্য সচেতন থাকা এবং করোনা ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।