বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রিকশা দুর্ঘটনায় জাবি ছাত্রী গুরুতর আহত

  •    
  • ৫ জানুয়ারি, ২০২২ ০০:৩৮

এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট সোহেল আহমেদ বলেন, ‘রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথার খুলিতে বেশ কিছু গুরুতর জখম আছে। বুধবার অস্ত্রোপচার হবে। পর্যায়ক্রমে আরও অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত দুটি অটোরিকশার সংঘর্ষে মারাত্মক আহত ছাত্রীর অবস্থা এখনই বলা যাচ্ছে না। তিনি আইসিউতে আছেন। চিকিৎসক বলছেন, মাথার আঘাত গুরুতর।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট সোহেল আহমেদ। তিনি বলেন, ‘রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। তার মাথার খুলিতে বেশ কিছু গুরুতর জখম রয়েছে। বুধবার অস্ত্রোপচার হবে। পর্যায়ক্রমে আরও অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের সামনের সড়কে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত পূজা মজুমদার সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত একটি রিকশায় বিশমাইলের দিকে যাচ্ছিলেন পূজা। শিক্ষক ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সঙ্গে তাকে বহনকারী রিকশার সংঘর্ষ হয়। এতে পূজার রিকশাটি উল্টে যায়।

পিচঢালা রাস্তায় পড়ে মারাত্মক আহত হন পূজা। তার মাথা, কাঁধ ও শরীরের বিভিন্ন স্থানে জখম গুরুতর। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন সহপাঠীরা।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘অটোরিকশা দুটির গতি বেশি ছিল। ওই ছাত্রীর রিকশাকে ধাক্কা দেয়ার পর রিকশাওয়ালা রিকশাসহ পালিয়ে যান। আমরা তাকে বের করার চেষ্টা করছি।

‘ক্যাম্পাস খোলার পর থেকেই ব্যাটারিচালিত রিকশাগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন।’

এ বিভাগের আরো খবর