ফেনীর পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা হলে ওই এলাকাকে হাবিয়া দোজখ বানানো হবে।
ফেনীর মিজান ময়দানে বুধবার পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে আয়োজিত ইউপি নির্বাচন বিষয়ক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
এসপি বলেন, ‘পুলিশ নিরপেক্ষ ভূমিকায় থাকবে। কোনো ধরনের বহিরাগত দেখলেই পুলিশ আটক করবে। কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। কোথায়ও বিশৃঙ্খলা হলে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর কেউ হামলা করলে ওই এলাকাকে হাবিয়া দোজখ বানিয়ে দেয়া হবে।’
সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, ‘ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় পুলিশ সদস্যরা প্রয়োজনে রোজা রাখবেন, তবুও যেন কোনো প্রার্থীর দেয়া কিছু খাবেন না। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখার ব্যাপারে এটি কঠোরভাবে পালন করতে হবে।’
ফেনী সদরের ১২ ইউনিয়নে ভোট হবে বুধবার। এরই মধ্যে ৭টিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন প্রতিদ্বন্দ্বী না থাকায়।