‘বাংলাদেশ অ্যাট ৫০ : রিয়েলাইজেশন অব ড্রিমস থ্রো হিউম্যান অ্যান্ড পেট্রিয়টিক লিডারশিপ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গণভবন থেকে গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমসহ অনেকে এ সময়ে উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় যৌথভাবে বইটি প্রকাশ করেছে।
ইংরেজি ভাষায় প্রকাশিত ২৭০ পৃষ্ঠার এ বইতে বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ’সোনার বাংলা’ প্রতিষ্ঠায় তার অর্থনৈতিক ও উন্নয়ন দর্শন এবং স্বাধীনতার পঞ্চাশ বছরে তা বাস্তবায়নে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অর্জিত সাফল্য তুলে ধরা হয়েছে। এ তথ্য দেশ-বিদেশে আগ্রহী পাঠক ও গবেষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স পুস্তক হিসেবে সমাদৃত হবে বলে আশা করছে দুই মন্ত্রণালয়।
একনেক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, স্বাধীনতার পর দেশের অর্থনীতির বিভিন্ন ধাপ উঠে এসেছে এ গ্রন্থে। যুদ্ধবিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে জাতির পিতা যেভাবে তার অর্থনৈতিক ও উন্নয়ন দর্শনের রূপরেখা তুলে ধরেছিলেন এবং দ্রুত একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো গড়ে তুলেছিলেন তার বর্ণনা রয়েছে বইয়ের প্রথম দিকে।
তখন দ্রুত অর্থনীতিসংশ্লিষ্ট বিভিন্ন আইন প্রণয়ন, আর্থিক ও অর্থনৈতিক খাতসংশ্লিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলা, পরিকল্পনা কমিশন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার বিবরণ উঠে এসেছে বর্ণনায়।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক নীতি অনুসরণের মাধ্যমে দেশ ১৩ বছরে সুদৃঢ় সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে, যা বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছে। এসবের তথ্যবহুল চিত্র তুলেও ধরা হয়েছে বইটির কয়েক অধ্যায়ে।
এ ছাড়া আর্থিক খাতে সরকারের গৃহীত উল্লেখযোগ্য সংস্কার কর্মসূচির বিস্তারিত বিবরণ, নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে বাংলাদেশের উত্তরণ এবং স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রেক্ষাপট ও সাফল্যের বিবরণ রয়েছে এ গ্রন্থে।
গ্রন্থটির ইলেকট্রনিক কপি অর্থ বিভাগের ওয়েবসাইট (www.mof.gov.bd) সবার জন্য উম্মুক্ত।