দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। বাড়তির দিকে আছে শনাক্তের সংখ্যা, গত একদিনে সংক্রমণ ধরা পড়েছে ৭৭১ জনের দেহে।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৯১৫ জনের দেহে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৭ জনের।
করোনায় এর চেয়ে একদিনে বেশি মৃত্যু ছিল ৩০ ডিসেম্বর, ৭ জন। এর বেশি শনাক্ত ছিল ৪ অক্টোবর। সেদিন ৭৯৪ জনের দেহে করোনা শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৯ হাজার ৮৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৩ দশমিক ৯১। এর চেয়ে বেশি শনাক্তে হার ছিল গত ২৯ সেপ্টেম্বর। সেদিন শনাক্তে হার ছিল ৪.১২।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে চল্লিশোর্ধ্ব ২ ও ষাটোর্ধ্ব ৪ জন।
বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে ৩, রাজশাহী ২ ও খুলনা ১ জনের মৃত্যু হয়েছে।
গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯৫৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৭ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, কোনো দেশে টানা দুই সপ্তাহ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে সে দেশের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে বলে ধরা হয়। সে হিসেবে বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে আছে।
এরপরও গত কিছু দিন ধরে শনাক্ত সংখ্যা ও হার বাড়তে থাকায় করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার।
এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে, মাস্ক ছাড়া যানবাহনে চলাচল না করতে দেয়া। যারা চলাচল করবেন তাদের জরিমানার মধ্যে পড়তে হবে। পরিবহনের মধ্যে বাস থাকবে, ট্রেন থাকবে এবং লঞ্চ থাকবে।
বাস ও অন্যান্য যানবাহনে অর্ধেক নেয়ার প্রস্তাব করেছে কেবিনেট। এ ছাড়া, হোটেল, রেস্টুরেন্ট ও দোকানপাটের ব্যাপারেও নতুন বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘রেস্টুরেন্ট-হোটেল সেখানেও মাস্ক পরে যেতে হবে। মাস্ক ছাড়া গেলে দোকানদারেরও ফাইন হবে, যে যাবে তারও ফাইন হবে। দোকান খোলা রাখার সময়সীমাও কমিয়ে আনা হয়েছে, ১০টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত করা হয়েছে। এটাও প্রস্তাব করা হয়েছে।’