বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুরাগে বাড়িতে আগুন, ৩ মৃত্যু

  •    
  • ৪ জানুয়ারি, ২০২২ ১০:১৬

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। যারা মারা গেছেন তারা একই পরিবারের সদস্য। দুজন আপন ভাই-বোন, আরেকজন তাদের খালাতো বোন। মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।’

উত্তরার চন্ডালবুক, মানিক বস্তি, খালপারে সরকারি খাসজমিতে নির্মিত সুরুজ মিয়ার দুই রুমের টিনশেড বাড়িতে মঙ্গলবার ভোর ৪টার পর আগুনের সূত্রপাত। ৪টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

বাহিনীটির মিডিয়া কর্মকর্তা ও স্টেশন অফিসার রায়হান জানান, আগুন নিয়ন্ত্রণে উত্তরা ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করে। ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ বৈদ্যুতিক গোলযোগ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন মো. জাহাঙ্গীর, রুমা আক্তার ও আফরিন। তাদের বয়স ১৯ থেকে ১৪ বছরের মধ্যে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান নিউজবাংলাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। যারা মারা গেছেন তারা একই পরিবারের সদস্য। দুজন আপন ভাই-বোন, আরেকজন তাদের খালাতো বোন। মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হচ্ছে।’

এ বিভাগের আরো খবর