গাজীপুরের সালনা এলাকায় সুতার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের সাড়ে চার ঘণ্টার চেষ্টায় সোমবার রাত ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে রাত পৌনে ১১টার দিকে সালনা ফরেস্ট অফিস সংলগ্ন মন্ত্রী বাড়ি রোডের এমবিএম গ্রুপের পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা তাশারফ হোসেন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাশারফ হোসেন বলেন, ‘এবিএম গ্রুপের কাটিং শেডে আগুন লাগার খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আগুন বাড়তে থাকায় পরে যোগ দেয় আরও দুটি ইউনিট।
‘প্রায় সাড়ে চার ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসার পর চলছে ডাম্পিংয়ের কাজ।’
গাজীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুনে কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।