বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থানায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ চেয়ার

  •    
  • ৪ জানুয়ারি, ২০২২ ০২:০৯

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান জাানান, মহান বিজয় দিবসে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। সোমবার থেকে সিলেট জেলার সব থানায় বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন। এই বিশেষ চেয়ারে বীর মুক্তিযোদ্ধা ছাড়া কেউ বসতে পারবেন না।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। সব থানা ও পুলিশ সুপারের কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের জন্য রাখা হয়েছে বিশেষ চেয়ার।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এই চেয়ার কেবল মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধারা থানায় কোনো সেবা নিতে গেলে নির্ধারিত এই চেয়ারে বসবেন।

১২ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা অনুষ্ঠানে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জেলার সব থানায় মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা চেয়ার নির্ধারিত রাখার ঘোষণা দেন।

এই ঘোষার পর সিলেটের সব থানায় একটি করে চেয়ার বীর মুক্তিযোদ্ধাদের বসার জন্য পাঠানো হয়।

সোমবার সিলেট জেলার ১১টি থানা ও পুলিশ সুপার অফিসে এই আসনগুলো বসানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ও মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান জাানান, মহান বিজয় দিবসে সিলেট জেলা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রত্যেক থানায় সংরক্ষিত আসন রাখার ঘোষণা দেন। এখন থেকে সিলেট জেলার সব থানায় বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধা পাচ্ছেন।

তিনি বলেন, নির্ধারিত এই বিশেষ চেয়ারে মুক্তিযোদ্ধা ছাড়া কেউ বসতে পারবেন না। সেবা নিতে থানায় গেলে তাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হবে।

এ বিভাগের আরো খবর