জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া সফর করবেন।
আগামী ১০ জানুয়ারির এ অনুষ্ঠান ঘিরে টুঙ্গিপাড়ায় ব্যাপক কর্মযজ্ঞ চলছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার সোমবার দুপুরে গণপূর্ত অধিদপ্তরের প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
এ সময় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের শোভাবর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন।
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠান টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।
‘তার আগমন উপলক্ষে ও মুজিব জন্মশতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানের জন্য টুঙ্গিপাড়ায় গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নানা কার্যক্রম চলছে। আশা করি ১০ জানুয়ারি টুঙ্গিপাড়ায় একটি সুন্দর অনুষ্ঠান হবে। এর জন্য যা যা করণীয় তা করা হবে।’
এর আগে সচিব ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।